কিন্তু কেন?

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ

তেড়ে আসে প্রচন্ড বেগে ঝড়, ঘূর্ণিঝড়
ছুটে আসে ভয়ঙ্কর সাপ বিচ্চু দানব
সাপের গর্তে লুকালেও পাই না রেহাই
সময়ের পিছে সময় উড়ে যায়
খাটো হয়,কমে আসে জীবন পরিধি
প্রতিহিংসা মাথায় ভাঙ্গে কাঁঠাল ।

আমি ফিস ফিস করে কথা বলে কূটনামি করি না
কেউ ফিস ফিস করুক তা ভীষণ অপছন্দ
শিক্ষক বলে,রাজনীতি করি বলে গলার স্বর মোটা
কেউ কেউ গলা চেপে ধরতে চায় বা ধরে, করি প্রতিবাদ
সত্য কথা বলি, সৎ সাহসে পথ চলি দুর্বার গতিতে
কাউকে করি না কেয়ার, সে কি আমার অপরাধ।

জিক জাক পথে জিলাপি প্যাচ দেখে
রাতে ঘুম আসে না, কেন আসে না
জানি সবাই,স্বপ্নগুলোর চোখ মুছাই
স্বপ্নকে পকেটে নিয়ে ঘুরি,বেরিকেট দিয়ে রাখি
কেউ কেউ পথ আগলে দাঁড়ায়,বলে সাবধান
এর বেশী এগোলে ঘাড়ে মাথা থাকবে না,কিন্তু কেন?

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর