মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন

হাওর বার্তা ডেস্কঃ ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ থেকে বাঁচতে বাড়ি ও কর্মস্থলের চারপাশ
পরিস্কার পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন। এক্ষেত্রে আশেপাশে পানি জমে থাকতে পারে এমন
স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিস্কার করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
যেসব স্থান বা জিনিসে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিতে পারে সেগুলো হলো :
ফেলে দেওয়া পানির বোতল বা কন্টেইনার
 ফুলের টব
 অব্যবহৃত টায়ার
 রেফ্রিজারেটার ও এয়ার কন্ডিশনারের নীচে পানি জমার পাত্র
 ঢাকনা খোলা অব্যবহৃত কমোড
 নির্মাণাধীন ভবন
 পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যে কোন ভবন
তাই, অসাবধানতা বা অবহেলার সময় আর না। আশেপাশের কোন পাত্র বা স্থানে পানি
জমছে কিনা তা খুঁজে দেখুন। দ্রুত সেই পরিত্যক্ত পাত্র বা স্থান পরিস্কার করে নিজেকে,
নিজের সন্তান ও স্বজনকে এবং প্রতিবেশি সকলকে মশাবাহিত সব রোগ থেকে মুক্ত রাখুন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর