হাওর বার্তা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মরহুম মঈনউদ্দিন মণ্ডল ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা । তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
তিনি মরহুম মঈনউদ্দিন মণ্ডলের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য মঈনউদ্দিন মণ্ডল আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭।