ভারতে করোনার দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন প্লেব্যাক গায়িকা

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনা মহমারির এই সংকটময় সময়ে এগিয়ে আসছেন তারকারা। চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করছেন কেউ কেউ। এবার দুস্থদের পাশে পলক মুচ্চাল।

নিজ উদ্যোগে দুস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন এই বলিউড প্লেব্যাক গায়িকা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘হাসপাতাল তৈরির বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এখানে যাদের সামর্থ্য নেই তারা বিনা টাকায় চিকিৎসা নিতে পারবেন। কনস্ট্রাকশন কাজ পরবর্তী ধাপে পৌঁছেছে সকলের আশীর্বাদ প্রয়োজন।’

‘এক থা টাইগার’, ‘আশিকি টু’, ‘আর রাজকুমার’, ‘জয় হো’, ‘কিক’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের কণ্ঠ দিয়েছেন পলক। পাশাপাশি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা গেছে।

মানুষের কল্যাণে সব সময় পাশে থাকার চেষ্টা করেন এই গায়িকা। বিভিন্ন শোয়ে পারফর্ম করে সেই পারিশ্রমিক দুস্থদের দান করেছেন। এছাড়া বিভিন্ন সময় অসহায়দের সাহায্যের জন্য মঞ্চে গান গেয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর