বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া হবে‌: ভারতীয় হাইকমিশনার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন সংকট থাকলেও শিগগির বাংলাদেশে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, এ জন্য  উৎপাদন বাড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। চার দিনের ছুটি শেষে এদিন ভারত থেকে সড়ক পথে তিনি ঢাকায় ফিরছিলেন।

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি সংখ্যক ভ্যাকসিন সরবরাহের চুক্তি আছে। চুক্তি অনুযায়ী, ৭০ লাখ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। বাকিটাও পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর