হাওর বার্তা ডেস্কঃ নার্ভাস নাইনটিতে আউট হলেন তামিম ইকবাল। সেঞ্চুরি মিস করলেও টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিয়েছেন তামিম। সতীর্ত মুশফিকুর রহীমকে পেছনে ফেলে এদিন অনন্য রেকর্ড গড়েন এই ওপেনার।
তামিম ৯০ রান করতে ১০১ বলের মোকাবেলা করেন। বাউন্ডারি মারেন ১৫টি।
আর হাফ-সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনিও সেঞ্চুরির পথে ছুটছেন। ইতোমধ্যে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে ফেলেছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল, ব্যাট করছেন ১৬ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৮৮ দুই উইকেটে। ৫০ ওভারের খেলা চলছে।