হাওর বার্তা ডেস্কঃ শিরোপা লড়াইয়ের দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদকে রুখে দিলো পয়েন্ট তালিকার তলানিতে থাকা গেটাফে। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গেটাফের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে মাদ্রিদের দলটি।
গেল সপ্তাহে এল ক্ল্যাসিকো জিতে শিরোপা লড়াই জমিয়ে তোলা রিয়ালের ভীত নাড়িয়ে দিয়েছে গেটাফে।
শুরু থেকে আক্রমণাত্মক খেলে নিজেদের জাল শেষ পর্যন্ত অক্ষত রেখেছে তালিকার ১৫ নম্বরে থাকা দলটা।
এদিকে অপর ম্যাচে এইবারকে ৫ গোলে ভাসিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিল টপার অ্যাতলেটিতো।
সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে।