হাওর বার্তা ডেস্কঃ লিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। এবার নিজের বেডরুম সিক্রেট ফাঁস করলেন কারিনা।
সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নেন কারিনা। ‘স্টার ভার্সেস ফুড’ নামের এই শো-টি আজ (১৫ এপ্রিল) ডিসকভারি প্লাস চ্যানেলে প্রচার হবে। এই শোয়ের এক ফাঁকে নিজের বেডরুম সিক্রেট ফাঁস করেছেন এই অভিনেত্রী।
সেই অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়, বেডরুমে যাওয়ার আগে কারিনা কোন তিনটি জিনিস অবশ্যই সঙ্গে নেন? উত্তরে তিনি বলেন, ‘এক বোতল ওয়াইন, ঘুমের পোশাক ও সাইফ আলী খান।’ এরপর হাসতে হাসতে বলেন, ‘আমার মনে হয় সঠিক উত্তর দিয়েছি এবং আমিই বিজয়ীর পুরস্কার পাবো।’