,

images

এবার ঈদে কে করবে বাজিমাত

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর ঢাকাই সিনেমার হার ধরেছিলেন শাকিব খান। দর্শকদের টেনেছেন সিনেমা হলে। কয়েক দশক ধরে একচেটিয়া রাজত্ব করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে। প্রতি ঈদের ঢাকাই চলচ্চিত্র প্রেমী দর্শকদের মূল আকর্ষন থাকে শাকিব খানের সিনেমা। তবে মহামারী করোনাভাইরাসের কারণে গেল বছর ঈদে মুক্তি পায়নি শাকিবের কোনো সিনেমা।

তবে নানা ঝুঁকির মাঝেই শুটিং শেষ করে বছর শেষে মুক্তি দিয়েছেন ‘নবাব এলএলবি’ সিনেমাটি।

এবার ঈদে আসছে শাকিব খানের দুইটি সিনেমা। ‘লিডার’, ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন এই সুপারস্টার।

তবে এইবার ঈদে থাকছে একই সেমাইয়ের বিভিন্ন স্বাদ। অর্থাৎ এইবার ঈদে শুধু শাকিব খান নয় আসছে চিত্রনায়ক সিয়াম, আরেফিন শুভ ও রোশানের সিনেমাও।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজেদের শক্তপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন সিয়াম, আরেফিন শুভ ও রোশান। চলতি বছরের ঈদে মুক্তির কথা রয়েছে চিত্রনায়ক আরেফিন শুভর বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার।

এছাড়াও চলতি বছর ঈদে মুক্তির কথা রয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘অপারেশন সুন্দরবন’ ও শান সিনেমাটি।

শুভ, সিয়ামের পাশাপাশি এবার পর্দায় দেখা যাবে রোশানকেও। রোশান অভিনীত ‘মেকআপ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদকে সামনে রেখে।

করোনার ধকল সামলে বছর পরে পর্দায় আসছে সিনেমা। করোনার টক্করের সঙ্গে এবার শাকিবকে টক্কর দিতে পর্দায় আসছে সিয়াম-শুভ-রোশান। কে কতোটা বাজিমাত করবে পর্দায় সেটাই দেখার অপেক্ষায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর