হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৭৪১ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৮ হাজার ৮১৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৫১১ জন।
করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। মারা গেছেন ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ৭৯ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।