হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার দীর্ঘ ক্যারিয়ারে অনেকের ক্যামেরাতেই ধরা দিয়েছেন। তবে এবার যেন তিনি তার চিরচেনা রূপের বাইরেও অন্য এক রূপে হাজির হলেন। ‘নগর বাউল’ জেমসের ক্যামেরায় সম্প্রতি ধরা দিয়েছেন এই তারকা। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী ও ‘আলোকচিত্রী’ জেমস।
জেমসভক্তরাও ছবিটি দারুণ পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝুলিতে লিখছেন, জেমস দুর্দান্ত আলোকচিত্রী।
এই ছবিটির গল্প জানাতে কলকাতা থেকে জয়া আহসান গণমাধ্যমে বলেন, ‘আমি জানতাম জেমস ভাই ভালো ছবি তোলেন। অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। অবশেষে ব্যাটে–বলে মিলল। উনার স্টুডিওতেই তোলা। মেকআপ করেছে ভুবন নামের একটা ছেলে।’
এই সংগীতশিল্পীর ছবি তোলার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘সবাই যে ছবির এত প্রশংসা করছে, তা একান্তই জেমস ভাইয়ের হাতের জাদু। সবাই যা দেখেন না, উনি তা দেখেন। উনি দারুণ ছবি তোলেন।’
জেমস নাকি ছবি সম্পাদনা করেন না বললেই চলে। একান্তই দরকার পড়লে সামান্য সম্পাদনা করেন। জয়ার ছবিটি সম্পাদনা ছাড়াই পোস্ট করা। এই তথ্যও জানা গেল দেশের গুণী এই অভিনেত্রীর কাছে।
প্রসঙ্গত, জয়া এখন রয়েছেন কলকাতাতে। ১ ফেব্রুয়ারি থেকে শুটিংয়ে অংশ নেবেন পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ছবিতে।