হাওর বার্তা ডেস্কঃ রোববার সকালে কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়ক সাইমন সাদিক। ছবিতে দেখা যায়—চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মীর সাব্বির ও সাইমন সাদিককে। বিমানে ওঠার আগে সেলফিবন্দি হন তারা।
একসঙ্গে এতগুলো তারকা শিল্পী কোথায় যাচ্ছেন? এ বিষয়ে সঙ্গে কথা বলেন সাইমন সাদিক। তিনি বলেন—‘আমরা চট্টগ্রামে আসছি। এখানে নৌকার পক্ষে রেজাউল করিম ভাইয়ের নির্বাচনের প্রচারের জন্য এসেছি। রেজাউল করিম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়ন হবে। তার মতো একজন যোগ্য প্রার্থীকে সর্মথন করতে চট্টগ্রাম এসেছি।’
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।