হাওর বার্তা ডেস্কঃ ফের বাংলাদেশি মডেলের আত্মহনন, ফের ঝুলন্ত লাশ উদ্ধার। রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশি মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মডেল সাদিয়া নাজের আত্মহত্যার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সাদিয়ার কাজিন শাওন।
শাওন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বাসায় রাত পৌনে তিনটায় খবর আসে। আমরা গিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
কেন আত্মহত্যা করেছেন সাদিয়া? কোনো কিছুই পরিবার অনুমান করতে পারছে না বলে শাওন জানান। তিনি বলেন, ‘ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল সেখানে। ফুটেজ উদ্ধার করলে বিষয়টি আরো পরিষ্কার হতে পারে।’
জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সাদিয়ার মৃত্যুতে মর্মাহত কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা। বারিশ হক ফেসবুকে সাদিয়ার মৃত্যুতে শোকাহত হয়ে লিখেছেন, বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময় তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় নাজ। গতকাল রাতে ও আত্মহত্যা করেছে। মরদেহ এখনো ছাড়া হয়নি। শেষ দেখতে পাব কি না জানি না। সবাই দোয়া করবেন।
তিনি লিখেছেন, আমার ফ্যাশন হাউসের প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত, যখন যা কাজের জন্য বলেছি কখনোই পারিশ্রমিকের কথা নিজে থেকে বলেনি, যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সব সময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।
দেশীয় শোবিজ অঙ্গনে আত্মহত্যা ক্রমশ আশঙ্কাজনকভাবেই বেড়ে চলেছে। গত বছরের আগস্টে তরুণ উঠতি মডেল লোরেন মেন্ডেস আত্মহত্যা করেন। জনপ্রিয় এই মডেলের আত্মহত্যার ঘটনাও কেউ মেনে নিতে পারেননি। এর পরে অক্টোবরে চট্টগ্রামের হালি শহরে মাহি নামের ১৯ বছরের একজন মডেল আত্মহত্যা করেন।