জাতীয় পার্টিই হচ্ছে আ’লীগ ও বিএনপির বিকল্প শক্তি: জিএম কাদের

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টিই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় রোববার তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জামিনে আছেন, নেতৃত্ব সংকট আছে দলটিতে। রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছে না তারা। আবার আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায়। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে জাতীয় পার্টিই হচ্ছে রাজনীতির একমাত্র প্ল্যাটফরম।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই জাতীয় পার্টিকে জবাই করতে ষড়যন্ত্র করেছে। কিন্তু জাতীয় পার্টি টিকে আছে। সারা দেশেই জাতীয় পার্টির সমর্থক আছে। আগামী দিনে জাতীয় পার্টিই দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করেছে। কিন্তু সাধারণ মানুষের বিবেচনায় জাতীয় পার্টির শাসনামলে দেশে সুশাসন ছিল। সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিএনপির রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই তাদের সংগঠন আছে। কিন্তু জাতীয় পার্টি সারা দেশে ছড়িয়ে আছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম এমপির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য কারি হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কেআর ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী খান, সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, ডা. মোস্তাফিজার রহমান আকাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার আসমা সুলতানা, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপ্টন, কেন্দ্রীয় সদস্য শফিকুল আলম তপন, আবুল কাশেম, সোহেল রানা মিঠু, ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক আবদুল আওয়াল সেলিম, জেলা সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, জামালপুর জেলা সদস্যসচিব জাকির হোসেন খান, জেলা নেতা আনিসুর রহমান মানিক, শেরপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম ঠাণ্ডা। উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক বাদল, যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঝুটন দত্ত, কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম পাপ্পু, আনোয়ার হোসেন, আবদুস সাত্তার, মাওলানা খলিলুর রহমান সিদ্দিকী, আনোয়ার হোসেন খান শান্ত, আবুল কাশেম, মখলেছুর রহমান বস্তু, কৃষিবিদ ঈসা জাকারিয়া ভূঁইয়া।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর