বিজয় দাস নেত্রকোনাঃ হেফাজতে ইসলামের কয়েকজন নেতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে উত্তাল নেত্রকোণায় মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। আজ রোববার দুপুরে শহরের মোক্তার পাড়া সড়কে এ মানববন্ধন করেন তারা।
এ সময় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়ার মতো ধৃষ্টতা যে মৌলবাদীরা দেখিয়েছে, তাদের বাংলার মাটিতে ঠাই হবে না। এর চূড়ান্ত বিচার চাই আমরা।
“কোনো অবস্থাতেই দেশকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করতে দেওয়া হবে না।”সবাইকে ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের এ প্রেতাত্মাদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গত ১৩ নভেম্বর ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে ‘তৌহিদী জনতা ঐক্য পরিষদের’ ব্যানারে এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়।