হাওর বার্তা ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় এক বছর কেটে গেছে। এর মধ্যে এই ভাইরাসের সারাবিশ্বে সাড়ে ১৩ লাখের বেশি মানুষ মত্যুবরণ করেছে। আর আক্রান্ত হয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার মানুষ।
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে বিভিন্ন দেশে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার ৮০৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭ জন আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৫৮ হাজার ১৪৩ জন। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৩১ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।