ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাদপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে মদনে আবারও বিক্ষোভ মিছিল পররাষ্ট্র উপদেষ্টা বর্ডারে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না ‘রোহিঙ্গা অনুপ্রবেশ আব্রাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না ওমরাহ শেষে গ্রামে ফিরে খেজুর-জমজমের পানি বিতরণ করল শিশু রিফাত বিদেশে প্রশিক্ষণে ঘুরে-ফিরে একই ব্যক্তি নয়, জুনিয়রদের অগ্রাধিকার কর্মবিরতির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার গণমাধ্যমের পাঠক-দর্শক-শ্রোতার মতামত জরিপ জানুয়ারিতে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে বিয়ের আগে পরস্পরকে যে প্রশ্নগুলো করা জরুরি

নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ৩৭৭ বার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে দেশের আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলহাজ সামসুদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ খান ও ইকবাল আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, ভারপ্রাপ্ত হাই কমিশনার আব্দুল হান্নান।

নাহিদ বলেন, ১ জানুয়ারি দেশ জুড়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। বছরের প্রথম দিনে দেশের সকল প্রাথমিক, এবতেদায়ি, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশকে মধ্যআয়ের একটি দেশে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন বাংলাদেশ শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ এবং স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নযনের মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, আমরা চাই যুগের সঙ্গে সমন্বয় করে বিশ্বমানের শিক্ষা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় আমরা দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে পারবো না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা। এটা একদিনে বা এমনিতে সম্ভব না। এটা ধারাবাহিকভাবে হয়। এজন্য শিক্ষায় আমূল পরিবর্তন করতে হবে। সেটা করতে আমরা ইতোমধ্যে শিক্ষানীতি করেছি। এটা কোনো দলের শিক্ষানীতি নয়, জাতীয় শিক্ষানীতি।

শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর সহ-সভাপতি নুরুল ইসলাম নাহিদ দ্যা এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের সম্মেলনে যোগদানের জন্য ১৬ জানুয়ারি শনিবার সকালে লন্ডনে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সাদপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে মদনে আবারও বিক্ষোভ মিছিল

নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে

আপডেট টাইম : ১০:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে দেশের আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তোলার জন্য বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

ইউনেস্কোর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।

যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলহাজ সামসুদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ খান ও ইকবাল আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, ভারপ্রাপ্ত হাই কমিশনার আব্দুল হান্নান।

নাহিদ বলেন, ১ জানুয়ারি দেশ জুড়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। বছরের প্রথম দিনে দেশের সকল প্রাথমিক, এবতেদায়ি, মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশকে মধ্যআয়ের একটি দেশে পরিণত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন বাংলাদেশ শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ এবং স্বাস্থ্যখাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নযনের মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, আমরা চাই যুগের সঙ্গে সমন্বয় করে বিশ্বমানের শিক্ষা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় আমরা দেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে পারবো না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা। এটা একদিনে বা এমনিতে সম্ভব না। এটা ধারাবাহিকভাবে হয়। এজন্য শিক্ষায় আমূল পরিবর্তন করতে হবে। সেটা করতে আমরা ইতোমধ্যে শিক্ষানীতি করেছি। এটা কোনো দলের শিক্ষানীতি নয়, জাতীয় শিক্ষানীতি।

শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর সহ-সভাপতি নুরুল ইসলাম নাহিদ দ্যা এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের সম্মেলনে যোগদানের জন্য ১৬ জানুয়ারি শনিবার সকালে লন্ডনে আসেন।