ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নীল কষ্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ১৮০ বার
হাওর বার্তা ডেস্কঃ
জীবনের অনেকটা পথ
পিছনে ফেলে এসেছি
তবু মুক্ত হতে পারিনি আজও,
মুক্ত হতে পারিনি কষ্টের সেই বন্ধন থেকে।
কষ্ট!
তুমি বড় বেশী ভালবাস
আমাকে তাই না???
রাতের বেলা যখন
একাকী নিরবে।
কত মায়ায় জড়িয়ে ধর আমাকে
মনে হয় আমি যেন
তোমার জীবন সঙ্গিনী,
তাই না কষ্ট??
শৈশব কৈশোর এমন
কি যৌবনের কিছুটা সময়
নানা বর্ণের কষ্টকে
দেখেছি, চিনেছি , বুঝেছি।
লাল কষ্ট, নীল কষ্ট ,
কালো কষ্ট
অথচ কতবার বলেছি, কষ্ট
তুমি আমাকে ভুলে যাও।
সবাই আমাকে ভুলে গেলেও
তুমি ভুল নি
কিন্তু কেন কষ্ট?? কেন???
আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য।
হ্যাঁ তোমাকে
কাটা ওয়ালা গভীর অরন্য থেকে
এই সুন্দর জনবহুল নব ধরনীতে
এসেছি একটু সুখের আশায়।
এখানেও যে তার ব্যতিক্রম নয়,
অবিরত মারামারি হানাহানি,।
এই কষ্ট?
শুধু তোকে ভুলে যাওয়ার জন্য
আমি ছন্দে আনন্দে
নেচে গেয়ে ঘুরে বেড়াই।
সেটা ও হয়ে উঠে না কষ্ট!!!
পঞ্চ রিপুর সব কয়টা
এখানের মানুষকে তীব্র ভাবে
আঁকড়ে ধরেছে খুব।
আমি ও তোমার হাত থেকে
বাঁচতে পারলাম না আজও।
কারণ,পঞ্চরিপুর পরীক্ষায়
আমি ফেল করেছি।
তাছাড়া সবকয়টা হাতিয়ার আমার আছে।
শুধু নেই জীবাণু নাশক ঐ পদার্থ টি
যা দিয়ে সমস্ত রিপুর ভিতরটা
পুড়ে ছারখার করে দিতে পারি।
মিথ্যা আর সাদা কাফনে ঢাঁকা
অথচ মানুষ এগুলো খাচ্ছে
বেশ মজা করে।
কিন্তু আমি পারিনা,,,,,
পারিনা ঐ সমস্ত হিংস্র
জানোয়ারদের মতো
নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে।
কষ্ট, তাইতো আজও সঙ্গী হয়ে আছ ছায়ারই মতন।
লেখকঃ মো. তোবারক হোসেন ( মোহন) সহকারী শিক্ষক বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠামইন কিশোরগঞ্জ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নীল কষ্ট

আপডেট টাইম : ০৪:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
হাওর বার্তা ডেস্কঃ
জীবনের অনেকটা পথ
পিছনে ফেলে এসেছি
তবু মুক্ত হতে পারিনি আজও,
মুক্ত হতে পারিনি কষ্টের সেই বন্ধন থেকে।
কষ্ট!
তুমি বড় বেশী ভালবাস
আমাকে তাই না???
রাতের বেলা যখন
একাকী নিরবে।
কত মায়ায় জড়িয়ে ধর আমাকে
মনে হয় আমি যেন
তোমার জীবন সঙ্গিনী,
তাই না কষ্ট??
শৈশব কৈশোর এমন
কি যৌবনের কিছুটা সময়
নানা বর্ণের কষ্টকে
দেখেছি, চিনেছি , বুঝেছি।
লাল কষ্ট, নীল কষ্ট ,
কালো কষ্ট
অথচ কতবার বলেছি, কষ্ট
তুমি আমাকে ভুলে যাও।
সবাই আমাকে ভুলে গেলেও
তুমি ভুল নি
কিন্তু কেন কষ্ট?? কেন???
আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য।
হ্যাঁ তোমাকে
কাটা ওয়ালা গভীর অরন্য থেকে
এই সুন্দর জনবহুল নব ধরনীতে
এসেছি একটু সুখের আশায়।
এখানেও যে তার ব্যতিক্রম নয়,
অবিরত মারামারি হানাহানি,।
এই কষ্ট?
শুধু তোকে ভুলে যাওয়ার জন্য
আমি ছন্দে আনন্দে
নেচে গেয়ে ঘুরে বেড়াই।
সেটা ও হয়ে উঠে না কষ্ট!!!
পঞ্চ রিপুর সব কয়টা
এখানের মানুষকে তীব্র ভাবে
আঁকড়ে ধরেছে খুব।
আমি ও তোমার হাত থেকে
বাঁচতে পারলাম না আজও।
কারণ,পঞ্চরিপুর পরীক্ষায়
আমি ফেল করেছি।
তাছাড়া সবকয়টা হাতিয়ার আমার আছে।
শুধু নেই জীবাণু নাশক ঐ পদার্থ টি
যা দিয়ে সমস্ত রিপুর ভিতরটা
পুড়ে ছারখার করে দিতে পারি।
মিথ্যা আর সাদা কাফনে ঢাঁকা
অথচ মানুষ এগুলো খাচ্ছে
বেশ মজা করে।
কিন্তু আমি পারিনা,,,,,
পারিনা ঐ সমস্ত হিংস্র
জানোয়ারদের মতো
নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে।
কষ্ট, তাইতো আজও সঙ্গী হয়ে আছ ছায়ারই মতন।
লেখকঃ মো. তোবারক হোসেন ( মোহন) সহকারী শিক্ষক বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠামইন কিশোরগঞ্জ।