হাওর বার্তা ডেস্কঃ পাবনা-৪ আসনে উপনির্বাচন উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ২ এপ্রিল এমপি শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদের পাবনা-৪ নির্বাচনী এলাকার (আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা) শূন্য আসনে ভোটগ্রহণের দিন ২৬ সেপ্টেম্বর সব সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেয়া ও গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।