হাওর বার্তা ডেস্কঃ
মায়ের কোলে শিশু দোলে
শিশুর মুখে হাসি
সেই খুশিতে মায়ের চোখে
গড়ায় স্বপ্ন রাশি।
নদীর কূলে নৌকা দোলে
মেঘের কোলে বৃষ্টি
বৃষ্টি ভেজা রঙধনু দোলে
কী অপরুপ সৃস্টি।
পাকা আম দোদুল দোলে
বৈশাখি ঝড় এলে
আম কুড়াতে খোকা খুকি
ছুটে দলে দলে।
আঁচল মেলে সোনালি ধান
দোদুল দোলে মাঠে
বাউলা মাঝি গায় গান
নৌকা বেঁধে ঘাটে।
কত কথার বেলুন উড়ে
মনের কোণে দোলে
শিশু বেলার স্মৃতি দোলে
কেমনে যাই ভুলে।
লেখকঃ ড. গোলসান আরা বেগম কবি,কলামিষ্ট, সিনেট সদস্য