ডেটলাইন ৫ জানুয়ারি। ৫ জানুয়ারি ঢাকায় একই স্থানে পাল্টাপাল্টি জনসভার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতায় না থাকা বিএনপি। বিএনপির তরফ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ৫ জানুয়ারিকে এবারো ‘গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবেন। ওইদিন ঢাকার সোহরোয়ার্দি উদ্যানে জনসভা করবেন তারা। উল্লেখ্য ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। বিএনপি ওই নির্বাচন বর্জন করে। এদিকে আওয়ামী লীগও ওই দিনটিকে উদযাপনের লক্ষ্যে সোহরোয়ার্দি উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা জনসভার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। গত বছর ৫ জানুয়ারিকে ঘিরে ঢাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। সরকার বিএনপিকে জনসভার অনুমতি না দেয়ায় দলটি টানা অবরোধ কর্মসূচির ডাক দেয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়। পুরো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসজুড়ে বিরোধী দলের অবরোধ কর্মসূচির সময় পেট্রলবোমায় পুড়ে মারা যান অনেক মানুষ। সেসময় বিএনপির শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
সংবাদ শিরোনাম
ডেটলাইন ৫ জানুয়ারি
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬
- ২৫৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ