দেশ ভ্রমণে ন্যান্‌সি

হাওর বার্তা ডেস্কঃ করোনা পরিস্থিতির প্রথম দুই মাস ঘরবন্দি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। তবে তারপর থেকেই স্বাস্থ্যবিধি মেনে টুকটাক কাজ করছেন। নিউ নরমাল লাইফে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় এ গায়িকা ভ্রমণে মনোযোগী হয়েছেন। হ্যাঁ, অনেকটা হঠাৎ করেই ভ্রমণ খুব টানছে ন্যান্‌সিকে। এ কারণেই গত কিছুদিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন পরিবারসহ। তবে তা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, সচেতন থেকে। সর্বশেষ সিলেট ভ্রমণে গিয়েছিলেন তিনি।

স্বামী জায়েদ এবং দুই মেয়ে রোদেলা ও নায়লা ন্যান্‌সির ভ্রমণের সঙ্গী। সিলেটের চা বাগান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সাদা পাথরসহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারা। সিলেটের আগে ন্যান্‌সি পরিবারসহ ঘুরেছেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, ট্যাকের ঘাট, নেত্রকোনার উচিতপুরসহ আরো বিভিন্ন জায়গায়। ন্যান্‌সি এ প্রসঙ্গে বলেন, সত্যি বলতে প্রাণভরে নিঃশ্বাস নিতে এবং ইট পাথরের শহর থেকে দূরে গিয়ে নিজের মতো করে সময় কাটাতেই ছিল এ ভ্রমণ। তাছাড়া করোনা কালের প্রথম দিকে বন্দি ছিলাম। আমরা নিউ নরমাল লাইফে অভ্যস্ত হতে হচ্ছে। কারণ সবকিছু বন্ধ করে আর ক’দিন থাকা যায়! তবে যাই আমরা করি স্বাস্থ্যবিধি মেনে যেন করি। তাছাড়া যদি করোনার কারণে কিংবা অন্য কোনো কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হয় (হেসে)! কারণ মানুষের জীবনের তো কোনো বিশ্বাস নেই। তাই নিজের মতো করে পরিবারের সঙ্গে সময়টা কাটাচ্ছি। খুব ভালো লেগেছে ভ্রমণগুলোতে গিয়ে। এমনভাবে দেশ ভ্রমণ আগে কখনো করিনি। আর আমার এ ভ্রমণ অব্যাহত থাকবে। এদিকে ন্যান্‌সি গতকালই অংশ নিয়েছেন নাগরিক টিভির একটি রান্নার অনুষ্ঠানের শুটিংয়ে। সেখান থেকে সোজা স্টুডিওতে গেছেন গান রেকর্ডিংয়ের জন্য। রাজন সাহার সুর ও সংগীতে সেই গানে কণ্ঠ দেয়ার পর সন্ধ্যায় তার আরো একটি গানের রেকর্ডিং ছিল। গাজী মাজহারুল আনোয়ারের লেখা সেই গানের রেকর্ডিং শেষে বাসায় ফেরেন তিনি। তবে আগামীকাল ঢাকায় থাকবেন নাকি কোথাও ভ্রমণে বেরিয়ে পড়বেন সেটা নিজেও জানেন না ন্যান্‌সি। তিনি বলেন, মনে যেটা চাইছে সেটা করছি। কারণ জীবন তো একটাই। মাঝেমধ্যে রাতে পরিবারসহ লং ড্রাইভে বের হয়ে পড়ছি। হয়তো আগামী সপ্তাহেই নতুন কোনো জায়গায় ভ্রমণে বের হবো পরিবারসহ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর