হাইকোর্টে বিচারপতি-আইনজীবীদের আপাতত যে পোশাক নির্ধারণ করা হয়েছে

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতে হাইকোর্ট বিভাগে বিচারপতি এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ পোশাক নির্ধারণ করেছে।

এতে বলা হয়েছে, গত ৬ আগস্ট অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্তের আলোকে করোনাভাইরাসের সংক্রমণজনিত বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের শারীরিক উপস্থিতিতে এবং ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন বলে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর