হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে সকল রুটের যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (১ আগস্ট) ঈদের দিন এবং ঈদের পরের দিন অর্থাৎ আগামী ২ আগস্ট পর্যন্ত সকল যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ।
আগামী ৩ তারিখ থেকে পুনরায় আবার সকল রুটে ট্রেন চলাচল শুরু হবে।
তাছাড়া, ঈদুল আযাহা উপলক্ষে ৩১ জুলাই তারিখ হতে ২ আগস্ট পর্যন্ত সকল ধরনের মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি ছিলো। এই ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে বিবিন্ন রুটে ১৭ টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিলো করোনাকালিন সময়েও।