হাওর বার্তা ডেস্কঃ শনিবার রাত সাড়ে নয়টা। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের পূর্ব পাশে পুলিশ বক্সের সামনে দায়িত্বরত এক সার্জেন্টের মটরসাইকেল দাঁড় করিয়ে রাখাছিলেন। হঠাৎ করেই তাতে চোখে পড়ে স্কচটেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু। আর তাতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় পুলিশ বোমা সন্দেহে ওই এলাকা ঘিরে রেখে। খবর দেয়া হয় বোম্ব ডিসপোজাল ইউনিটকে। বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মোড়ক উন্মোচন করে দেখে তা আসলে বালু ভর্তি বোতল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আরটিভি নিউজকে জানান, বোমা সদৃশ স্কচটেপ মোড়ানো একটি বোতল দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে ঘিরে রাখে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে বালুভর্তি বোতল ও কিছু তার উদ্ধার করা হয়।