হাওর বার্তা ডেস্কঃ তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট বেনজামিন এমকাপা (৮১) মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানী দার এস সালামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জন মাগুফুলি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।
বিবৃতিতে মাগুফুলি বলেন, জাতির প্রতি তার (বেনজামিন মাকাপা) ভালোবাসা, মমত্ববোধ, পরিশ্রম এবং কর্তব্যবোধের জন্য তাকে চিরজীবন স্মরণ করবো।
এদিকে সাবেক প্রেসিডেন্ট বেনজামিন মাকাপার মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দেশটির তৃতীয় প্রেসিডেন্ট বেনজামিন ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।