উদ্ধার হলুদ রঙের কচ্ছপ

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ওড়িষা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে ১৯৬ কিলোমিটার দূরে বালেশ্বর জেলার সুজনপুর গ্রামের বাসিন্দারা এক অনন্য দৃশ্যের স্বাক্ষী হলো। তারা এমন এক কচ্ছপের দেখা পেলো, যার রঙ পুরোটাই হলুদ।

একজন উর্ধ্বতন বন্যপ্রাণী কর্মকর্তা বলেছেন, এ ধরনের কচ্ছপ একেবারেই বিরল। ভানুমিত্র আচার্য নামের ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, ‘উদ্ধার হওয়া কচ্ছপের পুরো খোল ও শরীর হলুদ। এটা বিরল এক কচ্ছপ, এমন জিনিস আগে কখনও দেখিনি আমি।’

রোববার বালেশ্বর জেলার সুজনপুর গ্রামে হলুদ কচ্ছপটি উদ্ধার করে স্থানীয়রা। এরপরই বন দফতরের কর্মকর্তাকে খবর দেন এবং তাদের কাছে কচ্ছপটি হস্তান্তর করেন।

একটি পাত্রের পানিতে ভাসতে থাকা কচ্ছপটির ভিডিও পোস্ট করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেসের কর্মকর্তা সুশান্ত নান্দা টুইটারে লিখেছেন, ‘খুব সম্ভবত এটা অ্যালবিনো। কয়েক বছর আগে সিন্ধ প্রদেশে এ ধরনের একটি কচ্ছপ পাওয়ার খবর শোনা গিয়েছিল।’

আরও কয়েকজন টুইটারে জানান, তারা হলুদ রঙয়ের কচ্ছপ আগে কখনও দেখেননি।

গত মাসে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার দেউলি দাম গ্রামে একজন জেলের জালে ধরা পড়েছিল এক বিরল প্রজাতির কচ্ছপ। পরে বন দফতরের মাধ্যমে তা পানিতে ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর