দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পৌরসভা নির্বাচনে আসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ। তবে ষড়যন্ত্র করলে খবর আছে। রোববার দুপুর ১টার দিকে চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মায়া বলেন, পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ ভোটের জন্য মাঠে নেমে গেছে। ভোট দেবে ভোটাররা। আন্দোলন করার মতো অবস্থায় নেই বিএনপির। কোমর ভাঙা মানুষ আন্দোলন করতে পারে না। কিন্তু দুষ্টুমী-সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে, ষড়যন্ত্র করতে পারে। এতে কোনো লাভ হবে না। তিনি বলেন, বিএনপি ফাঁকা আওয়াজ দেয়। এদের কোনো কাজকর্ম নেই। মানুষ মারা, খুন করা, গাড়িতে আগুন দেয়া বিএনপির কথা মানুষ বিশ্বাস করে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ প্রমুখ।
সংবাদ শিরোনাম
কোমর ভাঙা বিএনপির ফাঁকা আওয়াজ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
- ৩৫০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ