মুখ বুঝে সহ্য করার সময় নেই: আমিন খান

হাওর বার্তা ডেস্কঃ অসচেতনতা বিপদে ফেলতে পারে। সচেতন হওয়ার সময় এসেছে, মুখ বুঝে সহ্য করার সময় নেই। বাঙালি জাতি অনেক বড় বড় বিপদ ওভারকাম করতে পেরেছে। আশা করছি, একটু সচেতন হলে এই বিপদ থেকেও রক্ষা পাব’—মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ে ফেসবুক লাইভে এসব কথা বলেন চিত্রনায়ক আমিন খান।

সময়ের সঙ্গে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এই আতঙ্ক বিরাজ করছে দেশেও। বিষয়টি উল্লেখ করে এ চিত্রনায়ক বলেন, ‘আজকে আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমি মনে করছি আমারও কিছু বলা উচিত দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। খুবই একটি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। একদিন এই পরিস্থিতি আমরা ওভারকাম করতে পারব ইনশাআল্লাহ।’

সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমিন খান বলেন, ‘পরিস্থিতি যেন খারাপ না হয়, সেজন্য সবার উচিত একটু সচেতন হওয়া। আমরা যেন কেউই আগামী  ২০ দিন খুব বেশি জরুরি না হলে ঘর থেকে বের না হই। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ঘরে থাকি। আপনার আমার কারণে অনেকে হয়তোবা করোনায় আক্রান্ত হতে পারেন। আমরা একঘন্টা পর পর সাবান দিয়ে হাত ধুয়ে নেব। আমরা করোনাকে রুখতে চাইলে এই কাজগুলো করতে হবে। যখনই হাঁচি দেব অবশ্যই টিস্যু পেপার দিয়ে ডেকে নেব অথবা কনুই দিয়ে ডেকে নেব। কারো সঙ্গে যেন করমর্দন না করি।’

বিদেশফেরত ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়ে আমিন খান খান বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছেন, তারা অনেকেই ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। বাংলাদেশের সাধারণ মানুষদের বিপদে ফেলছেন। আপনারা ১৫ দিন ঘরের মধ্যে থাকলে আপনার এলাকার মানুষ নিরাপদ থাকবে। আমি অনুরোধ করব, আপনার আশেপাশের যারা বিদেশ থেকে এসেছেন তাদের প্রতি লক্ষ্য রাখুন, তারা কেউ যেন ঘরের বাইরে বের না হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর