ইতালিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১,২৬৬

হাওর বার্তা ডেস্কঃ ইতালিতে করোনায় মৃত্যু যেন থামছেই না। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার পরও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার দেশটিতে আরো ২৫০ জন মারা গেছেন। এদিন নতুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৭ জন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা এক হাজার ২৬৬ জন। এ পর্যন্ত আক্রান্ত ১৭ হাজার ৬৬০ এবং চিকিৎসাধীন রয়েছেন ১৪ হাজার ৯৫৫ জন।

এদিকে করোনাভাইরাসের কারণে ইতালিতে প্রায় দেড় লাখ বাংলাদেশি গৃহবন্দী অবস্থায় আছেন। জরুরি অবস্থায় বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। গোটা ইতালি থমকে আছে। অর্থনৈতিক চরম ক্ষতির দিকে। নতুন করে কোনো পর্যটক ইতালিতে প্রবেশ করতে পারছে না।

সরকারের নির্দেশনা, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে কেউ যেন না যায়। জরুরি অবস্থায় যানবাহনও আগের মত চলাচল করছে না। এর ফলে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। ইতালি সরকার গুইসেপ কন্তে করোনার মহামারি সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা একের পর অব্যাহত রেখেছেন।

এদিকে দেশটিতে তিন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। তিনজনই উত্তর ইতালিতে থাকেন। বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর