হাওর বার্তা ডেস্কঃ লিপইয়ার বা অধিবর্ষ নিয়ে সামাজিকমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
দিনটি বিশেষভাবে উদযাপন করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করেন নায়িকা।
ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘হ্যালো #লিপইয়ার ২৯.০২.২০২০। চার বছর পর ফের দেখা হবে, ইনশাআল্লাহ।’ হাসির ইমোকনও যুক্ত করেন তিনি। এ সময় বুবলী টি-শার্ট পরিহিত ছিলেন।
হঠাৎ করে সিনেমাপাড়া থেকে বুবলীর উধাও হয়ে যাওয়ার পর সম্প্রতি সুপাস্টার শাকিব খানকে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মিডিয়াপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়।
বলাবলি হচ্ছিল- শাকিবের সাবেক স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাসের পথেই হাঁটছেন বুবলী। শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছেন তিনি। তাকে যুক্তরাষ্ট্রেও পাঠিয়েছেন শাকিব খান।
তবে অবশেষে আড়াল ভেঙে মুখ খুললেন বুবলী। সবকিছুকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। এরপর থেকে সামাজিকমাধ্যমে সক্রিয় হন।