ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু তিন হাজার ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতিত সকল মহাদেশে শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বের ৫৬টি দেশ ও অঞ্চলে ধরা পড়েছে এই ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩ জনে, যাদের মধ্যে ২৯১২ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭২ জন।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০০২৬ জন।  চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ২১২ জনের শরীরে (কোভিন-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ২২ জন।

ইতালিতে ১৭০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত ১০০, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ২৫৬, মৃত্যু ছয়জনের; সিঙ্গাপুরে ১০৬ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৮১ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। সোমবার এ খবর দিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্যান্য দেশেও চীনের মতই মৃত্যুহার দেখতে হবে বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন। উচ্চ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের গণ্ডি পেরিয়ে তা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ দিনে দিনে আক্রমণাত্মক হয়ে উঠছে। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে দ্রুত। কিছু রোগীর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে’। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

করোনায় মৃত্যু তিন হাজার ছাড়াল

আপডেট টাইম : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতিত সকল মহাদেশে শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বের ৫৬টি দেশ ও অঞ্চলে ধরা পড়েছে এই ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩ জনে, যাদের মধ্যে ২৯১২ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭২ জন।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০০২৬ জন।  চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ২১২ জনের শরীরে (কোভিন-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ২২ জন।

ইতালিতে ১৭০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত ১০০, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ২৫৬, মৃত্যু ছয়জনের; সিঙ্গাপুরে ১০৬ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৮১ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। সোমবার এ খবর দিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্যান্য দেশেও চীনের মতই মৃত্যুহার দেখতে হবে বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন। উচ্চ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের গণ্ডি পেরিয়ে তা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ দিনে দিনে আক্রমণাত্মক হয়ে উঠছে। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে দ্রুত। কিছু রোগীর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে’। এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই।