হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরিফুল ইসলাম ওরফে আরিফ (২২) নামে শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় মো. হৃদয় (২৩) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
আহত হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার উপজেলার নাজিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিপুর গ্রামের মৃধাবাড়ির মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎস্ক ডা. তানভীর আহম্মেদ আরিফকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ২য় বর্ষের শিক্ষার্থী এবং হৃদয় একই ইন্সটিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী।