হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী হিসেবে তার বিলাসবহুল হোটেলেই যাওয়ার কথা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিন্ন চিত্র দেখালেন! তিনি দিল্লির রাস্তার পাশে হোটেলে খাবার খেলেন।
পরে মোদি তার লিট্টি চোখা লাঞ্চ এবং কুলহাদ চায়ের ছবি নিজের ভেরিফাইড টুইট অ্যাকাউন্টে শেয়ার করেন। ইন্ডিয়া গেটের সামনে রাজপথে, ‘হুনার হাট’ একটি কারুশিল্প মেলা চলছে। হুনার হাটে সারপ্রাইজ ভিজিট দেওয়ার সময় এই ছবি তোলেন প্রধানমন্ত্রী মোদি।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পরই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মেলায় প্রধানমন্ত্রী যান মোদি। সেখানে প্রায় ৫০ মিনিট সময় কাটান তিনি।
যে সমস্ত কারিগর, শিল্পীরা এসেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভিও তার সঙ্গে ছিলেন।
সরকারের একটি সূত্র জানায়, মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন জানতে পারেন যে প্রধানমন্ত্রী এখানে আসবেন তখন আশ্চর্য হয়ে যান তারা। প্রধানমন্ত্রী এখানে ‘লিট্টি চোখা’ খান এবং ১২০ টাকা দামও মেটান।