অভিনেত্রী বিপাশা হায়াতকে এখন থেকে অনলাইনেও পাওয়া যাবে। তবে এবার কোনো অভিনয় শিল্পী হিসেবে নয়। তার নিজস্ব www.bipashahayat.com ওয়েবসাইটে চিত্রশিল্পী হিসেবে দেখা মিলবে বিপাশার।
নিজের শিল্পমনা স্বত্ত্বার পারিপার্শ্বিক জ্যোতি ছড়িয়ে দিতেই তার এই পরিকল্পনার আয়োজন। এর আগেও নিজস্ব শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেন তিনি। অভিনেত্রী, নাট্যকার ও পরিচালকের বিশেষণের পর চিত্রশিল্পীর যোগ তাকে স্বতন্ত্র গুণে বিশেষায়িত করেছে। আর এসব বিশেষত্বের বিনম্র প্রকাশে বিপাশা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি লাভ করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালে ‘ভ্রমি বিস্ময়ে’শিরোনামে প্রথম একক প্রদর্শনী করেন তিনি। ‘রি-আল্মস অব মেমোরি’শিরোনামে আরো দুটি প্রদর্শনী করেন। আর এ বছর ‘স্মৃতির রাজ্য’নামে একটি চতুর্থ প্রদর্শনী করেন। এছাড়া তিনি ভিয়েতনাম ও উত্তর আমেরিকাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রদশর্নীতেও অংশ নিয়েছেন।
সংবাদ শিরোনাম
বিপাশা এখন ওয়েবসাইটে চিত্রশিল্পী
- Reporter Name
- আপডেট টাইম : ০২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
- ২৭২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ