প্রশাসনে সাত অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্তকে স্থানীয় সরকার বিভাগে দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত (অতিরিক্ত সচিব) আকরাম আল হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুস খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দেয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. সাজ্জাদ কবীরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আতিকুর রহমানকে যৌথ মূলধন কোম্পানি ও ফামসসমূহের পরিদপ্তরের নিবন্ধক পদে দেয়া হয়েছে।
জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা আবুল বাশার মো. জহিরুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নভোথিয়োটারের মহাপরিচালক পদে দেয়া হয়েছে।
অপর আদেশে পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।