হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে “সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারী) কিশোরগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
প্রশিক্ষণে ৪৬জন সাংবাদিক উপস্থিত ছিলেন।