ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৩৬০ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য ৩৯ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রবিবার রাতে প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় পাঁচ লাখ ৯৩ হাজার ৯৯১ জন অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৯১৪ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়ে বলেন, ‘লিখিত পরীক্ষার ফল www.dpe.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ পরবর্তী সময়ে প্রার্থীকে জানানো হবে।’

গত ১৬ অক্টোবর ২২ জেলা ও ৩০ অক্টোবর ১৭ জেলায় শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ জেলাগুলোর ফল একসঙ্গে প্রকাশ করা হলো।

চতুর্থ ধাপে ৩০ অক্টোবর পরীক্ষা নেওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

১৬ অক্টোবর তৃতীয় ধাপে পরীক্ষা নেওয়া জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে।

পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে গত ২৭ জুন ৫ জেলায়, ২৮ আগস্ট ১৭ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

আপডেট টাইম : ১১:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য ৩৯ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল রবিবার রাতে প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় পাঁচ লাখ ৯৩ হাজার ৯৯১ জন অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৯১৪ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়ে বলেন, ‘লিখিত পরীক্ষার ফল www.dpe.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ পরবর্তী সময়ে প্রার্থীকে জানানো হবে।’

গত ১৬ অক্টোবর ২২ জেলা ও ৩০ অক্টোবর ১৭ জেলায় শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ জেলাগুলোর ফল একসঙ্গে প্রকাশ করা হলো।

চতুর্থ ধাপে ৩০ অক্টোবর পরীক্ষা নেওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

১৬ অক্টোবর তৃতীয় ধাপে পরীক্ষা নেওয়া জেলাগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের জন্য শিক্ষক নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে।

পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে গত ২৭ জুন ৫ জেলায়, ২৮ আগস্ট ১৭ জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়।