মার্কিন পররাষ্ট্র দপ্তর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় বহাল রাখার সমালোচনা করেছে । খবর এপির।
ওই খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রনীতির আইন বিষয়ক কর্তাদের মন্তব্য, ‘যতক্ষণ না পর্যন্ত ওই বিচারের প্রক্রিয়া আন্তর্জাতিক মানে না পৌঁছে ততক্ষণ বিরোধী দলের প্রভাবশালী এই দুই নেতার ফাঁসি কার্যকর করা উচিত নয়।’
প্রসঙ্গত, ২০১৩ সালে সাকা ও মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেয়। হাইকোর্ট তাদের বিরুদ্ধে এ রায়ের পুনর্বিবেচনার আবেদন বুধবার খারিজ করে দেয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে দুটি ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ সরকার। এ ট্রাইব্যুনাল এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৫ জনেরও বেশি ব্যক্তিকে দণ্ডিত করেছে। যাদের অধিকাংশ জামায়াত রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
সংবাদ শিরোনাম
ফাঁসির আদেশের সমালোচনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
- ২৪৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ