হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমুহের মধ্যে ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহ। এই ঈদগাহ মাঠে গত ২৮ শে নভেম্বর দেখা গেলো চিত্রনায়ক সিয়াম আহমেদকে। মুখে দাঁড়ি, মাথায় টুপি, লম্বা চুলে ভিন্ন লুকে দেখা মিললো তার। ঈদগাহতে নামাজও পড়েছেন এই তারকা। সিয়াম আহমেদ জানান, আমি বর্তমানে রায়াহন রাফির পরিচালনায় ‘ইত্তেফাক’ ছবির কাজ সিলেটে করছি। এই ছবির দৃশ্যধারণ চলছে সিলেটের বেশকিছু জায়গায়। সিনেমার কাহিনীর কারণে এমন লুকে আমাকে দেখতে পাবেন দর্শকরা। ছবিতে সিয়ামের সঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন বিদ্যা সিনহা মিম।
ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। তিনি এ ছবির দৃশ্যধারনের বিষয়ে বলেন, সিয়ামকে এ সিনেমায় ভিন্ন লুকে দর্শকরা দেখতে পাবেন। সিলেটের শাহী ঈদগাহে দৃশ্যধারণ করা হয়েছে। সেটাও সিনেমার কাহিনীর সঙ্গে মিল রেখে। এ ছবিতে তার চরিত্রের নাম নূর। সিলেটের ঈদগাহে সিয়ামের নামাজ আদায় করার দৃশ্য ধারণ করা হয়েছে। ছবির কাজ ৩০ ভাগ শেষ হয়েছে। আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত টানা শুটিং চলবে। মিমও খুব ভালো কাজ করছেন। আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী।