হাওর বার্তা ডেস্কঃ তুরস্ক ন্যাটোর মূল অংশীদার বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। তিনি বলেন, তুরস্ক আমাদের স্বার্থের বিষয় যা ন্যাটোতেও মূল অংশীদার, ইউরোপ তার থেকে দূরে সরে যাবে না।
বুধবার ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে ইইউ সংবাদ মাধ্যম ডেলফিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় হাইকো মাস ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের গুরুত্বকে জোর দিয়ে উত্তর সিরিয়ায় আঙ্কারার সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে অব্যাহত আলোচনার আহ্বান জানান।
তিনি বলেন, ন্যাটো ইতিহাসের সবচেয়ে সফল নিরাপত্তা জোট।এটি বিগত ৭০ বছরেরও বেশি সময় ধরে ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জামিনদার এবং তা অব্যাহত থাকবে।
সিরিয়ায় নিরাপদ অঞ্চল তৈরি, সীমান্ত নিরাপদ ও লাখ লাখ সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরাতে কুর্দি সন্ত্রাসীদের হটাতে তুরস্ক ৯ অক্টোবর থেকে অপারেশন পিস স্প্রিং শুরু করে।
অভিযান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিসহ কয়েকটি ন্যাটোভুক্ত দেশ সমালোচনা করে। ওই অঞ্চলের মানবিক সংকট ও অস্থিরতা নিয়ে দেশগুলো উদ্বেগ প্রকাশ করে।
তবে এ নিয়ে আঙ্কারা তার বক্তব্য পুনর্ব্যক্ত করে জানিয়ে দেয়, উত্তর সিরিয়া থেকে আইএস ও কুর্দি সন্ত্রাসীদের দমনে তারা বদ্ধপরিকর।