হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল আশনা হাবিব ভাবনা। এখন তিনি লন্ডনে। তিনি প্রায়ই বিভিন্ন দেশে ঘুরতে যান। কিন্তু এবার বেশ লম্বা সময় সেখানে আছেন। হঠাৎ লন্ডনে এতদিন কেন রয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘হুট করে নয়। পরিকল্পনা নিয়েই লন্ডনে এসেছি। এখানকার লন্ডন স্কুল অব কমার্সে একটি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছি। এ মাসের ২৫ তারিখে দেশে আসব। তবে বছরখানেক লন্ডনে আসা-যাওয়ার মধ্যে থাকতে হবে।এনটিভিতে প্রচার হচ্ছে এই অভিনেত্রীর ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’।
নতুন কোনো নাটকে যুক্ত হচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘‘পড়াশোনার জন্য নতুন কোনো প্রজেক্টে যুক্ত হইনি। এসএ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ আইচের ‘জোছনাময়ী’ শিরোনামে ধারাবাহিকগুলোর শুটিংয়ে অংশ নেয়ায় অন্য কোথাও সময় দেওয়া এ মুহূর্তে কঠিন।তবে নতুন নাটকে অভিনয় না করলেও তিনি অবসের লেখালেখি করছেন।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি উপন্যাস লেখায় সময় দিচ্ছি। এবারের গ্রন্থমেলায় উপন্যাস প্রকাশ করব। এ জন্য অবসরে বই লেখায় সময় দিতে হচ্ছে।’