হাওর বার্তা ডেস্কঃ অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন ছিলো লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের খবর। কিন্তু তারা এ বিষয়ে কোন কথাই বলেননি। বারবার নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন তারা। কিন্তু অবশেষে চার বছর পর বিয়ের বিষয়টি খোদ নিজেরভই প্রকাশ করেছেন শিহাব শাহীন ও মম। বিবাহবার্ষিকীর কেক কাটার একটি ছবিসহ ফেসবুকে নিজেরাই জানালেন বিয়ের খবর। শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা। তাদের বিয়ের খবর প্রকাশ্যে সহকর্মীরা শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে। দীর্ঘদিন ধরে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী মম’র
এরপর চাউর হয় তাদের বিয়ের খবরও। কিন্তু কখনো এ ব্যাপারে গণমাধ্যমে সরাসরি মন্তব্য করেননি তারা। এ প্রসঙ্গে শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ২০১৫ সালের ২০শে নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছি। এডিদকে ক্যায়িরারের শুরুর দিকে মম প্রেম করে বিয়ে করেছিলেন নির্মাতা এজাজ মুন্নাকে। ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন তারা। ২০১১ সালের ২রা মার্চ তাদের সংসারে আসে উদ্ভাস নামের পুত্রসন্তান। কিন্তু মুন্নার সঙ্গে খুব বেশিদিন টেকেনি মম’র সংসার। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে ডিভোর্স হয়।