নিজ প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড কোম্পানি ম্যাকডোনাল্ড’স -এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইস্টারব্রুক ।
ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, বিষয়টি দুজনের সম্মতিতেই হয়েছে। কিন্তু এটি কোম্পানির পলিসি বিরুদ্ধ।
ব্রিটিশ ব্যবসায়ী সম্পর্কের কথা স্বীকার করে কর্মীদের মেইল করেছেন। সেখানে বলেন, আমি ভুল করেছি।
তিনি লিখেছেন, ‘কোম্পানির সম্মানের কথা চিন্তা করে আমার মনে হয়েছে, এখন যাওয়ার সময়।’
৫২ বছর বয়সী স্টিভ ব্যক্তিগত জীবনে ডিভোর্সি । ১৯৯৩ সালে তিনি ম্যাকডোনাল্ড’স -এ ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন।
২০১১ সালে পিজ্জা এক্সপ্রেসের দায়িত্ব নিতে এই প্রতিষ্ঠান ছেড়ে যান। পরে এশিয়ান ফুড চেইন ঘুরে ২০১৩ সালে আবার ম্যাকডোনাল্ড’স -এ ফেরেন। ফেরার দুই বছর বাদে সিইও হিসেবে দায়িত্ব নেন।