হাওর বার্তা ডেস্কঃ নানা নাটকীয়তার পর অবশেষে রাত সাড়ে ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনে আসে বিসিবি এবং ক্রিকেটাররা। তবে মিডিয়ার সামনে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব আল হাসান।
সেখানেই ঘোষণা করা হয়, বিসিবি ক্রিকেটারদের দাবি প্রায় সব মেনে নিয়েছে। ক্রিকেটাররাও ঘোষণা করেন, ধর্মঘট প্রত্যাহার করে যথারীতি তারা মাঠে ফিরে আসছেন। শনিবার থেকে শুরু হবে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড। তার একদিন আগে, ২৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটারদের ভারত সফরের প্রস্তুতি।
সংবাদ সম্মেলনে প্রথমে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথমেই খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি, তারা আসছে, আলোচনা করেছে। আমি আগেই বলেছিলাম, তাদের দাবি-দাওয়া যেগুলো আছে, সেগুলোর সবই প্রায় সমাধানযোগ্য। আমরা মোটামুটিভাবে ১১টা দাবির গতকাল যেগুলো পেয়েছি সেগুলো মেনে নিয়েছি।
তবে কোয়াব নিয়ে বিসিবির কিছু করণীয় নেই বলে জানান পাপন। তিনি বলেন, ‘যে ১১টা দাবি ছিল, তার মধ্যে প্রথম যেটা সেটা নিয়ে বিসিবির কিছু করণীয় নেই। আর শেষের যেটা, দুই ফ্রাইজি লিগে খেলার নিয়ম বাতিল করা- এটা নিয়ে আমরা বলেছিল যে, সেটা নিয়ে আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে। তারপরও যদি কারো দুয়ের অধিক ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ আসে, আমরা বিবেচনা করবো। আমাদের জানা মতে এখনও এমন কোনো খেলোয়াড় নেই যে, যিনি দুটোর বেশি ফ্রাঞ্চাইজিতে ডাক পায়। তবে ঢালাওভাবে এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’
এছাড়া বাকি যে ৯ দাবির সবগুলোই মেনে নিয়েছে বিসিবি। পাপন বলেন, ‘বাকি যে ৯টি দাবি, সেগুলো মেনে নিয়েছি। আমি আগেই বলেছি, এই দাবিগুলো মেনে নেয়া সম্ভব। এগুলো আমরা মেনে নিয়েছি। এর মধ্যে আলোচিত বিষয় ছিল, খেলোয়াড়দের কিছু সুযোগ সুবিধা বাড়ানো। পারিশ্রমিক, অ্যালাউন্স, ইনস্যুরেন্স, ফ্যাসিলিটিজ- ইত্যাদি। তাদেরকে আমরা বলেছি, এ ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করবো না। সিগনিফিকেন্টলি এগুলো বাস্তবায়ন করবো। ৫ মাসও লাগাবো না, ৬ মাসও লাগাবো না। খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবো।’
এনসিএলের তৃতীয় রাউন্ড নিয়ে পাপন বলেন, ‘আগামীকাল থেকে এনসিএলের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটাররা তো যায়নি। কিভাবে শুরু হবে। আমি চেয়েছি তৃতীয় রাউন্ড বাতিল করে দিতে। তারা বলেছে যে না খেলবে। সূচিটা একটু পিছিয়ে দিতে। আমরাও রাজি হয়েছি। বলেছি, শনিবার থেকে থার্ড রাউন্ড রাউন্ড শুরু হবে।’
ক্রিকেটারদের আজ যে দুটি নতুন দাবি ছিল সেগুলো সম্পর্কে পাপন বলেন, ‘ওই দুই দাবি আমরা আজ প্রথম টিভিতে শুনেছি। আগে ছিল না। আজ শুনেছি। এ কারণে ওগুলো নিয়ে আলাপ করিনি। তবে যৌক্তিক দাবি হলে অবশ্যই আমরা আলোচনা করবো। এগুলো আমাদের লিগ্যাল এডভাইজারের কাছে পাঠিয়েছি। সেখান থেকে যৌক্তিক বলা হলে আমরা অবশ্যই মেনে নেবো।’
এছাড়া ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু সমস্যার কথাও শুনেছেন বলে দাবি করেন পাপন। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদের কথা শুনছি। এর বাইরেও কিছু ব্যক্তিগত সমস্যার কথা শুনেছি তাদের। তবে বলেছি, আজ তো সব শোনা সম্ভব নয়। কিন্তু আমরা সবারই সমস্যার কথা শুনবো। তাদেরকে বলে দিয়েছি, সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে। আমরা সমাধান করবো।’