ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দশ প্রেমেও স্বস্তি নেই বিশ্বসুন্দরী সুস্মিতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
  • ৫৩০ বার

একটি দুটি নয়। দশবার গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রত্যেকটিতেই ব্যর্থ। লম্বা প্রেমের এ লিস্টটা সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। গুজব রটেছে, গত দু’বছরের প্রেমিক ঋতিক ভাসিনের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ ঘটেছে তার। মুম্বাইয়ের বিখ্যাত নাইট ক্লাবের মালিকানার পাশাপাশি ঋতিক অরিওন ইন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির পরিচালকও। হঠাৎ করেই দু’বছরের সম্পর্কে ইতিটানলেন সুস্মিতা। কিন্তু কেন? ঘনিষ্ঠদের কাছে নাকি বলেছেনও, তার সঙ্গে থাকাটা সহ্য হচ্ছে না সুস্মিতার। অবশ্য কিছুদিন কেটে গেলেই তার মনে হয় একে দিয়ে আর কাজ চলছে না। সমালোচকরা ঠিক এমন মন্তব্যই করেছেন। কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও সিঙ্গেল সুস্মিতা। যদিও এ ব্যাপারে বরাবরের মতো মুখে কুলুপ এঁটে রয়েছেন এ বিশ্বসুন্দরী। অনেকেই এ সুযোগে তার প্রেমের লিস্টটা আরও একবার যাচাই করে নিচ্ছেন। প্রথম জীবনে ‘দাসতাক’ ছবির শুটিংয়ে বিক্রম ভাটের মন চুরি করেছিলেন সুস্মিতা। এ কারণে এক সন্তানের পিতা বিক্রম তার স্ত্রীকে ছাড়তেও পিছপা হননি বিশ্বসুন্দরীর মনের নাগাল পাওয়ার আশায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই ভেঙে গিয়েছে বিক্রম সুস্মিতার সম্পর্ক। এর কিছুদিন পর সঞ্জয় নারাঙ্গ নামের এক হোটেল ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক জুড়েছিলেন। কিন্তু বিয়ে করার কথা আসতেই সে সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেন সুস্মিতা। প্রেমের তৃতীয় ইনিংস শুরু করেন হটমেল ডটকমের হেড সাবির ভাটিয়ার সঙ্গে। তিনি ১০.৫ ক্যারেটের একটি ডায়মন্ড রিংও দিয়েছিলেন সুস্মিতাকে। বন্ধুত্বের দোহাই দিয়ে সেই সম্পর্কেও ইতি ঘটান। ‘কর্মা’ ছবির শুটিং চলাকালীন বয়সে ছোট রণদীপ হুদার সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। হৃদয় ভাঙার খেলায় হেরে গিয়ে ব্যথা সেরে উঠতে এ নায়কের বেশকিছু দিন সময়ও লেগেছিল। হুদার পর ইনিংসে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ব্যবসায়ী ইমতিয়াজ ক্ষেত্রির সঙ্গে। ভাঙা হৃদয় নিয়ে ক্ষেত্রিও পলায়ন করেন। এরপর আশ্চর্যজনকভাবে ‘লক্ষ্মী বাই’ ছবির প্রযোজক মানব মেননের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়ান সুস্মিতা। কিন্তু সেখানেও পতন। গ্লোবো স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট বুন্টি সাচদেবাও সুস্মিতার নজর এড়াতে পারেননি। গুজব রয়েছে, মেয়রের বন্ধু মুদ্দাসার আজিজের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিশ্বসুন্দরী। বলিউডে অভিনয় করতে এসে ওয়াসিম আকরামও হেরে গেছেন সুন্দরীর কাছে ‘এক খিলাড়ি এক হাসিনা’র সেটে প্রেমে হাওয়া বইলেও বেশি এগোয়নি ওয়াসিম-সুস্মিতা সম্পর্ক। সর্বশেষ ঋতিক ভাসিনের সঙ্গে ১৮ মাসের সম্পর্কের ইতি টেনে ফের সিঙ্গেল সুস্মিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দশ প্রেমেও স্বস্তি নেই বিশ্বসুন্দরী সুস্মিতার

আপডেট টাইম : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫

একটি দুটি নয়। দশবার গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। প্রত্যেকটিতেই ব্যর্থ। লম্বা প্রেমের এ লিস্টটা সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। গুজব রটেছে, গত দু’বছরের প্রেমিক ঋতিক ভাসিনের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ ঘটেছে তার। মুম্বাইয়ের বিখ্যাত নাইট ক্লাবের মালিকানার পাশাপাশি ঋতিক অরিওন ইন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির পরিচালকও। হঠাৎ করেই দু’বছরের সম্পর্কে ইতিটানলেন সুস্মিতা। কিন্তু কেন? ঘনিষ্ঠদের কাছে নাকি বলেছেনও, তার সঙ্গে থাকাটা সহ্য হচ্ছে না সুস্মিতার। অবশ্য কিছুদিন কেটে গেলেই তার মনে হয় একে দিয়ে আর কাজ চলছে না। সমালোচকরা ঠিক এমন মন্তব্যই করেছেন। কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে, আবারও সিঙ্গেল সুস্মিতা। যদিও এ ব্যাপারে বরাবরের মতো মুখে কুলুপ এঁটে রয়েছেন এ বিশ্বসুন্দরী। অনেকেই এ সুযোগে তার প্রেমের লিস্টটা আরও একবার যাচাই করে নিচ্ছেন। প্রথম জীবনে ‘দাসতাক’ ছবির শুটিংয়ে বিক্রম ভাটের মন চুরি করেছিলেন সুস্মিতা। এ কারণে এক সন্তানের পিতা বিক্রম তার স্ত্রীকে ছাড়তেও পিছপা হননি বিশ্বসুন্দরীর মনের নাগাল পাওয়ার আশায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই ভেঙে গিয়েছে বিক্রম সুস্মিতার সম্পর্ক। এর কিছুদিন পর সঞ্জয় নারাঙ্গ নামের এক হোটেল ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক জুড়েছিলেন। কিন্তু বিয়ে করার কথা আসতেই সে সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নেন সুস্মিতা। প্রেমের তৃতীয় ইনিংস শুরু করেন হটমেল ডটকমের হেড সাবির ভাটিয়ার সঙ্গে। তিনি ১০.৫ ক্যারেটের একটি ডায়মন্ড রিংও দিয়েছিলেন সুস্মিতাকে। বন্ধুত্বের দোহাই দিয়ে সেই সম্পর্কেও ইতি ঘটান। ‘কর্মা’ ছবির শুটিং চলাকালীন বয়সে ছোট রণদীপ হুদার সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। হৃদয় ভাঙার খেলায় হেরে গিয়ে ব্যথা সেরে উঠতে এ নায়কের বেশকিছু দিন সময়ও লেগেছিল। হুদার পর ইনিংসে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ব্যবসায়ী ইমতিয়াজ ক্ষেত্রির সঙ্গে। ভাঙা হৃদয় নিয়ে ক্ষেত্রিও পলায়ন করেন। এরপর আশ্চর্যজনকভাবে ‘লক্ষ্মী বাই’ ছবির প্রযোজক মানব মেননের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়ান সুস্মিতা। কিন্তু সেখানেও পতন। গ্লোবো স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট বুন্টি সাচদেবাও সুস্মিতার নজর এড়াতে পারেননি। গুজব রয়েছে, মেয়রের বন্ধু মুদ্দাসার আজিজের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিশ্বসুন্দরী। বলিউডে অভিনয় করতে এসে ওয়াসিম আকরামও হেরে গেছেন সুন্দরীর কাছে ‘এক খিলাড়ি এক হাসিনা’র সেটে প্রেমে হাওয়া বইলেও বেশি এগোয়নি ওয়াসিম-সুস্মিতা সম্পর্ক। সর্বশেষ ঋতিক ভাসিনের সঙ্গে ১৮ মাসের সম্পর্কের ইতি টেনে ফের সিঙ্গেল সুস্মিতা।