চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

হাওর বার্তা ডেস্কঃ দেশের কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শাওয়াল মাস শুরু হবে বৃহস্পতিবার। দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতরও উদযাপিত হবে ঐদিন।

ধর্মীয় পরিভাষায় ঈদুল ফিতরকে পুরস্কার দিবস হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়ামসাধনার পর বিশ্বের মুসলমানরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালনসহ খুব আনন্দের সঙ্গে পালন করে থাকে। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার মেতে উঠবে ঈদ আনন্দে, উৎসবে। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে, ধনী-গরিব- নির্বিশেষে সব মানুষ অংশ নেবে ঈদের ঐতিহ্যবাহী আয়োজনে।

আজ মঙ্গলবার রাত ৮টা ৫৬ মিনিটে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

এর আগে দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখা যায়নি বলে জানা যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর