ক্যারিয়ারের সবচেয়ে বেশি ছবিতে শাকিব খানের বিপরীতেই দেখা গিয়েছে অপু বিশ্বাসকে। জুটি হিসেবেও সফল এ দুই তারকা। একটা সময় এ দুজনকে নিয়ে গুজবও রটেছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। অনেকে আরও একটু বাড়িয়েও বলেছেন- শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করেছেন। দুজনের নির্লিপ্ততা সেসব গুজবকে ডালপালা মেলতে সাহায্য করে। সময়ের কালস্রোতে সেগুলো আবার ভেসেও যায়। যে যাই বলুক, আমাদের কোনো মাথাব্যথা নেই- ঠিক যেন এ ফর্মূলায় পথ চলেছেন তারা। মাঝে শাকিব খান অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করা শুরু করলে বেকার হয়ে পড়েন অপু বিশ্বাস। অনাকাক্সিক্ষত কর্মহীনতায় নিজের শারীরিক কাঠামো কিছুটা স্থূল হয়েও পড়েছিল। কিন্তু দুই বছরের অক্লান্ত পরিশ্রমে নিজেকে আগের চেয়েও আকর্ষণীয় করে আবারও কর্মব্যস্ততায় ফিরে আসেন অপু। ফিরতি যাত্রায়ও তার সঙ্গী শাকিব খান। গত বছর পুরোদমে নতুন করে কাজ শুরু করার পর এখনও পর্যন্ত তার বিপরীতে অন্য কোনো নায়ককে দেখা যায়নি। বর্তমানে তার হাতে রয়েছে পাঁচটি ছবি। এগুলো হচ্ছে রাজের ‘সম্রাট’, উত্তম আকাশের ‘রাজা-৪২০’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ও সাইফ চন্দনের ‘বাজিকর’। সবগুলো ছবিতেই তার বিপরীতে রয়েছেন শাকিব খান। এরমধ্যে ‘বাজিকর’ ছবিটির কাজ হবে না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সে হিসেবে সংখ্যার দিক থেকে হাতে থাকা ছবির সংখ্যা চার। তাও আবার শাকিব খানের সঙ্গেই। ফিরতি যাত্রায় অন্য কোনো নায়কের সঙ্গে তার কাস্টিং না থাকায় অনেকেই বলছেন, ‘শাকিব খান ছাড়া একেবারেই অচল অপু’। অন্যদিকে শাকিব খানও অপু বিশ্বাসের সঙ্গে ছাড়া অন্য কোনো নায়িকাকে নিয়ে সফল হতে পারছেন না। তাই ‘অপু ছাড়া শাকিবও অচল’- এমন বাক্যবানে তৃপ্ততা খুঁজে পেতে পারেন অপু বিশ্বাস।
সংবাদ শিরোনাম
শাকিব খান ছাড়া অচল অপু বিশ্বাস
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
- ৬৮৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ