মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

রাষ্ট্রদ্রোহীতা এবং প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গ্রেফতার করার পর তাকে ধুনিধু দ্বীপে জেলে রাখা হয়েছে বলে শনিবার এক ট্যুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওমর নাসির এ তথ্য নিশ্চিত করেছেন। গত মাসে বিমানবন্দর থেকে রাজধানী মালেতে ফেরার পথে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন নৌকাবিহার করছিলেন, ঠিক তখন তার নৌকা লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ওই হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রেসিডেন্ট আবদুল্লাহ। তদন্তে বেরিয়ে আসে ওই ঘটনায় জড়িত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব। আর আহমেদ আদিবকে এই ষড়যন্ত্রে যুক্ত থাকারই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত মাসে সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফেরছিলেন প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। হুলহুল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে নৌকায় করে রাজধানী মালেতে ফিরছিলেন তিনি। এ সময় হঠাৎ ওই তার নৌকায় বিস্ফারণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তার স্ত্রী ফাতিমাথ ইব্রাহিম ও তার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা আহত হয়। গত কয়েকবছর ধরে মালদ্বীপে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আহমেদ আদিবের গ্রেফতারের মধ্য দিয়ে এই উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহমেদ আদিবের গ্রেফতারের মধ্য দিয়ে এই উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশের একজন কর্মকর্তা ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। সেই পুলিশ কর্মকর্তা বলেন, বিদেশ সফর শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যেই প্রেসিডেন্টের নৌবহরে বিস্ফোরণের ঘটনার তদন্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এরঠিক এক সপ্তাহ পরেই মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আবদুল্লাহ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর