ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ৪৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এরপর বিশ্বকাপ মিশন। সব মিলিয়ে প্রায় আড়াই মাস ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে ৫-১৭ মে। এরপর আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যাবে মাশরাফিবাহিনী। বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে পৌঁছান তারা। এসময় বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মাশরাফিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলবে। আমরাই জিতব মনের মধ্যে এ বিশ্বাস রাখবে। যদি, কিন্তু, না-এরকম দোটানায় ভুগবে না। হেরে গেলে কী হবে- এ চিন্তা করা যাবে না।

সবসময় মনে করবে, আমরাই জিতব। এরপর যা হয় হবে। খেলায় হার-জিত থাকবেই। তবু দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই খেলতে হবে। এ সময় তিনি আরো বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরা উপস্থিত থাকেন।সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খান। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। এর আগে, সোমবার(২৯ এপ্রিল) বিশ্বকাপের জন্যে বাংলাদেশের জার্সি উন্মোচন করে বিসিবি।এদিন মিরপুরে মাশরাফির হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল 

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

বিশ্বকাপে বাংলাদেশের দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এরপর বিশ্বকাপ মিশন। সব মিলিয়ে প্রায় আড়াই মাস ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে ৫-১৭ মে। এরপর আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে যাবে মাশরাফিবাহিনী। বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে পৌঁছান তারা। এসময় বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মাশরাফিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলবে। আমরাই জিতব মনের মধ্যে এ বিশ্বাস রাখবে। যদি, কিন্তু, না-এরকম দোটানায় ভুগবে না। হেরে গেলে কী হবে- এ চিন্তা করা যাবে না।

সবসময় মনে করবে, আমরাই জিতব। এরপর যা হয় হবে। খেলায় হার-জিত থাকবেই। তবু দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই খেলতে হবে। এ সময় তিনি আরো বলেন, বিশ্বকাপে আত্মবিশ্বাস রেখে খেলবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই। লম্বা সময় সেখানে থাকতে হবে। মনোযোগ ধরে রাখবে।

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোচরা উপস্থিত থাকেন।সাক্ষাৎ শেষে গণভবনে প্রধানমন্ত্রী ও ক্রিকেটাররা একসঙ্গে দুপুরের খাবার খান। এর পর বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপের আগে আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ৫ মে দেশ ছেড়ে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। এর আগে, সোমবার(২৯ এপ্রিল) বিশ্বকাপের জন্যে বাংলাদেশের জার্সি উন্মোচন করে বিসিবি।এদিন মিরপুরে মাশরাফির হাতে নতুন জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল 

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

বিশ্বকাপে বাংলাদেশের দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন ।